সংবাদাতা ,দুর্গাপুর:- দুর্গাপুরে (Durgapur) দুই নম্বর জাতীয় সড়কের (NH2) ওপর ওল্ড কোর্ট মোড়ের কাছে চলন্ত গাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
জানাগেছে এদিন দুপুর ১টা টা নাগাদ দুর্গাপুরের কোট মোড়ের সামনে চলন্ত গাড়িতে আগুন লেগে যায় হটাৎ,গাড়িতে চালক একা থাকায় কোনো ক্রমে তিনি আগুন থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন।
আরো পড়ুন:-বড়দিনের সকালে পানাগড় বাজারে হাজির সান্তা
ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে দমকলের একটি ইন্জিন আগুন নিয়ন্ত্রণ-এ আনে।খবর পেয়ে ছুটে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ।