নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- রেজাল্টের দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টালবাহানার জন্য দীর্ঘদিন ধরে তারা রেজাল্ট বের হচ্ছে না। ফলে পরবর্তীতে ভর্তির ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের।
ছাত্রছাত্রীদের দাবি ২০১৯ সালের নভেম্বর মাসে তাদের পার্ট ওয়ানের পরীক্ষা হলেও সেই উত্তরপত্র তারা এখনো হাতে পায়নি। ২০১৯-২১ সালের সেশন হলেও পার্ট টু এর পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছে না বলে ছাত্রছাত্রীদের অভিযোগ।
আরো পড়ুন :- প্রায় দেড় বছর পর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির মিটিং অনুষ্ঠিত হল
যেখানে অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে গেছে সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের উদাসীনতায় ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে বলে তাদের অভিযোগ। পার্ট টু এর পরীক্ষার দিন ঘোষণা এবং পার্ট ওয়ানের রেজাল্টের দাবিতে বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা।
পোস্টার, ফ্লাগ হাতে নিয়ে তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখায়। ছাত্রছাত্রীদের দাবি, এবছর ডিসেম্বরের মধ্যে তাদের পরীক্ষা ও রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।