Type Here to Get Search Results !

তামিলনাড়ুতে বিপিন রাওয়াত সহ বেশ কয়েকজন সিনিয়র অফিসার নিয়ে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার



ওয়েবডেস্ক:- তামিলনাড়ুর কুন্নুরে বুধবার ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) সহ বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্তা হেলিকপ্টারে ছিলেন এবং একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। ভারতীয় বায়ুসেনা টুইট করে এ তথ্য জানিয়েছে।


তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনায় সেনার হেলিকপ্টার  জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হেলিকপ্টারে ছিলেন সেনার কর্তারা। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, ওই হেলিকপ্টারেই ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তাঁর স্ত্রীও ওই কপ্টারেই ছিলেন বলে জানা গিয়েছে।


সেনার ওই কপ্টারে বিপিন রাওয়াত-সহ ১৪ জন সেনাকর্তা ছিলেন।দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।


আরো পড়ুন:- দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত RBI এর

ভারতীয় বায়ুসেনা টুইট করেছে, 'ভারতীয় বায়ুসেনার Mi-17V5 হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুনুরের কাছে বিধ্বস্ত হয়েছে, যেখানে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad