সোমনাথ মুখার্জি, অন্ডাল :- অন্ডালে ৯ ফুটের পাইথন উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে অণ্ডালের দুই নম্বর জাতীয় সড়ক টপ লাইন মোড়ের কাছে।
বুধবার রাতে অন্ডালের টপ লাইন মোড়ের কাছে একটি বিশালাকার পাইথন দেখতে পায় স্থানীয়রা। প্রায় ৯ ফুটের বিশাল পাইথন দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। যদিও বিশালাকার পাইথন দেখতে উত্সাহী মানুষেরা ভিড় জমায়।
আরো পড়ুন:- বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন তৃনমূল রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
খবর দেওয়া হয় উখরা ফরেস্ট অফিসে। তারপর খবর পাঠানো হয় স্নেক সেভার দুর্গাপুরের বাসিন্দা দেবাশিস মজুমদারের কাছে। সঙ্গে সঙ্গে দেবাশিসবাবু এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
মানুষের মনে প্রশ্ন জাগছে এলাকায় এত বিশাল পাইথন এল কোথা থেকে ? সাধারণত এই ধরনের সাপ পাহাড়ি এলাকায় দেখা যায়।