শুভময় পাত্র:-ত্রিপুরার মাটিতে একইভাবে চলছে খেলা হবে গানের মধ্যে দিয়ে আন্দোলন কর্মসূচি। তৃণমূলের দুই বিধায়ক কে হোটেলে থাকতে না দেওয়ার প্রতিবাদে।
ত্রিপুরার হোটেলে থাকতে বাধা তৃণমূলের দুই বিধায়ক কে, প্রতিবাদ আন্দোলন ত্রিপুরার তেলিয়ামোর থানার সামনে। আমাদের পাশের রাজ্য ত্রিপুরার তেলিয়ামোড়া পৌরসভায় তৃণমূল কংগ্রেসের অবজার্ভার তথা বীরভূমের লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে হোটেল থাকতে দেওয়া নিয়ে বিরোধিতা শুরু করেছে বিজেপির গুন্ডা বাহিনী, এমনটাই মনে করছেন তৃণমূল কংগ্রেস।
আরো পড়ুন:- আসানসোলে ECL-এ কম্পিউটার অপারেটর পদে 70 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
তারই পরিপ্রেক্ষিতে এ দিন অভিজিৎ সিংহ ও খোকন দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার তেলিয়ামোড়া থানার সামনে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি শুরু করেছেন। বীরভূম ও বর্ধমানের দুই বিধায়কের নেতৃত্বের সমর্থনে অংশগ্রহণ করেছেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ও দলীয় সমর্থকরা।
অভিযোগ পেয়ে ওই হোটেলে আসেন এসডিপিও এবং তেলিমুড়া থানার ওসি৷ তাঁদেরকে সিসিটিভি-র ফুটেজও দেখানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক৷ পুলিশের তরফে অবশ্য হোটেল মালিককে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়৷