নিজস্ব প্রতিনিধি:- ১৫ কেজি গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ।মেমারির নদীপুর এলাকা থেকে শনিবার গ্রেপ্তার করা হয় মহিলাকে ।ধৃতের নাম কল্পনা হালদার।
পুলিশ গোপন সূত্রে খবর পায় এক মহিলা বস্তায় করে গাঁজা নিয়ে পাণ্ডুয়ার দিক থেকে বাসে করে মেমারি আাসছে।সেই মতো পুলিশ মেমারির নদীপুর মোড়ে মহিলা বাস থেকে নামলে তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে তাঁর কাছে থাকা বস্তা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে মহিলা পুলিশ কে জানিয়েছে, উড়িষ্যার সুনীল নামে এক ব্যক্তির কাছ থেকে গাঁজা নিয়ে মেমারি সহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হয় ।পুলিশ ধৃত মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে এই চক্রের পিছনে আর কারা কারা জড়িত আছে।