সোমনাথ মুখার্জী, রানীগঞ্জ:- রানিগঞ্জের বন্ধ বাঁশ কোম্পানীর গুদামে রাখা জিনিসে আগুন লাগার ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় এলাকার লোকজন ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
জানা গেছে, দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরে কারখানায় লোহা ও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালাচ্ছিল এবং পুলিশ প্রশাসন তাদের অনেকবার গ্রেফতার করেছে।
আজ একই কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কি ভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি।