নিজস্ব প্রতিনিধি:- কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এবং উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে কৃষক হত্যার প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে রেল অবরোধ ।এক ঘন্টার উপর রেল অবরোধ করা হয়। আটেক পড়ে আপ এবং ডাউন লাইনের অনেক ট্রেন।
আন্দোলনকারী সংযুক্ত কিষাণ মোর্চার নেতা জহর দত্ত জানিয়েছেন , গোটা ভারতেই কৃষকেরা আন্দোলনে নেমেছেন। দিল্লি, উত্তরপ্রদেশ সহ সর্বত্র তাদের আন্দোলনে উত্তাল।বেশ কয়েকজন আন্দোলনকারী শহীদ হয়েছেন।উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৬ জন কৃষককে গাড়িতে পিষে দিয়েছেন কেন্দ্রের মন্ত্রীর পুত্র।
আরো পড়ুন:- এসো মা লক্ষ্মী বসো ঘরে,মা লক্ষ্মীকে স্থায়ীভাবে ঘরে রাখতে যা করবেন
এর প্রতিবাদে ও আরো নানা দাবিতে এই আন্দোলন আরো তীব্র হবে। তাদের আরো দাবি, অবিলম্বে কেন্দ্রের কৃষি আইন বাতিল করতে হবে।না হলে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।