নিজস্ব প্রতিনিধি:- আচমকা ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটলো হুগলির গোঘাটে। সোমবার গভীর রাতে হুগলির গোঘাটের কাঁঠালি গ্রামের উপর দিয়ে হঠাত করেই ব্যাপক ঝড় বয়ে যায়। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় এই ঝড়।আর তাতেই পুরো লন্ডভন্ড অবস্থা হয়ে যায় গোটা এলাকা। গত কয়েকমাসে একাধিক টোর্নেডোর সাক্ষী থেকেছে গ্রাম বাংলা। হুগলিতেও একাধিকবার এই ঝড় বয়ে গিয়েছে।আর সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার ঘুর্নিঝড়ের সাক্ষী থাকল কাঁঠালি গ্রামের মানুষ।
রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টি চলেই যাচ্ছে। কখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর তার মধ্যেই এই ঝড় আছড়ে পরে বলে জানাচ্ছেন গ্রামের মানুষ। এলাকার মানুষ জানাচ্ছে, সোমবার কালো হয়ে আসে গোটা এলাকা। এর কিছুক্ষনের মধ্যেই প্রবল বেগে হাওয়া চলতে থাকে। প্রায় মিনিট খানেক ধরে ঝড়ের তাণ্ডব চলে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন।
আরোপড়ুন :-প্রাণভয়ে কাশ্মীর ছাড়ছেন ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা
ঘটনার খবর পেয়েই এদিন সকালে গ্রামে পৌঁছন সরকারি আধিকারিকরা। ছুটে আসেন গোঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল। তবে ঝড়ের তাণ্ডবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। এমনকি হতাহতেরও খবর নেই। তবে প্রবল ঝড় বয়ে যাওয়ার কারনে একাধিক গাছে ভেঙে পড়েছে। এমনকি রাস্তার উপড়ে একাধিক গাছ ভেঙে পড়াতে বন্ধ রাস্তাঘাট। যদিও সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা।