তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বৃহস্পতিবার বিকাল থেকে জলমগ্ন কাঁকসার শ্রীলামপুর গ্রাম। শুক্রবারও গোটা এলাকা জলমগ্ন। এলাকার বাসিন্দাদের ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। গতকালের তুলনায় শুক্রবার সকাল থেকে কিছুটা পরিমান জল কমলেও সকাল থেকে এখনো পর্যন্ত একাধিক বাড়ির ভেতরে জল জমে রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন ইতিমধ্যে ১৫ জন পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে তবে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। শুক্রবার সকাল থেকে যে সমস্ত বাড়িতে জল ঢুকে যায় সেই সমস্ত বাড়ির সামগ্রী অন্যত্র সরানোর কাজ শুরু করেছেন গ্রামের বাসিন্দারা।