নীলেশ দাস, আসানসোল:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সব ঠিক থাকলে পুজোর ছুটির পর স্কুল কলেজ খুলে যাবে। সেই মত প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।বিভিন্ন জেলার জেলাশাসক, প্রাথমিক এবং মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।সেই মতো প্রস্তুতি দেখা গেল আসানসোল চেলিডাঙা উচ্চ বিদ্যালয়ে।মঙ্গলবার স্কুল খোলার প্রস্তুতি পর্ব দেখা গেল।এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুল খোলার ব্যাপারে ব্যস্ততা দেখা গেল।
এমনকি স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের দেওয়ার জন্য প্রস্তুতি চোখে পড়লো।এই প্রসঙ্গে আসানসোল চেলিডাঙা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধন শিক্ষক পূর্ণচন্দ্র ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরো পড়ুন:-আফগানিস্তানের লাখ লাখ মানুষ ভয়ানক খাদ্য সংকটে পড়তে চলেছেন
নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন ও স্যানিটেশন করা হয়েছে।এমনকি কোভিড বিধি মেনেই স্কুলের পঠন পাঠন হবে।অর্থাৎ সরকারি নির্দেশেকা অনুযায়ী সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।