Type Here to Get Search Results !

তিন দফা দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালো বুদবুদের শালডাঙ্গা গ্রামের মানুষ


তনুশ্রী চৌধুরী,পানাগড়:- তিন দফা দাবি নিয়ে বুদবুদের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালো বুদবুদের শালডাঙ্গা গ্রামের মানুষ।গ্রামের মানুষের অভিযোগ তারা বার বার গ্রামের প্রধানকে এই বিষয়ে জানিয়েও কোনো সুরাহা মেলেনি।অবশেষে শুক্রবার গ্রামের মানুষ এক হয়ে তারা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখতে থাকেন।

যখন বাংলা জুড়ে রাজনৈতিক দলে বিভক্ত মানুষ, ঠিক তখন উল্টো ছবি বুদবুদ থানার শালডাঙ্গা গ্রামে ।  রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাসিন্দারা গড়েছেন গ্রাম কমিটি । আর এই গ্রাম কমিটি এবার তাদের প্রধান তিন দফা দাবী আদায়ে চোয়াল শক্ত করে লড়ছেন ।

স্থানীয় বাসিন্দা এবং গ্রাম উন্নয়ন  কমিটির   অন্যতম সদস্য বামদেব পাঁজা বলেন রাস্তা আর পানীয় জলের পাইপ লাইন ও বৈতরণী কর্মসুচী  দাবী নিয়েই এসেছেন তারা ।শ্মশান যাওয়ার রাস্তা দেখে মনে হবে এটা পশ্চিম বাংলার বাইরে । কিছু পাড়ায় পানীয় জলের পাইপ লাইন ঢুকলেও অনেক পাড়ায় ঢোকে নি।

আরো পড়ুন:- জল্পনা সত্যি করে নাম বদলে ফেসবুক এখন ‘মেটা’

এলকার অনেক টিউবয়েল বিকল,গ্রামের শ্মশান যাওয়ার রাস্তা এতটাই খারাপ যে শব দেহ দাহ করার জন্য অন্য জায়গায় যেতে হয় শব দেহ দাহ করতে।পঞ্চায়েত প্রধান বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয় না।তাই যতক্ষন না সমস্যা সমাধান হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধান অশোক ভট্টাচার্য্য বলেন রাস্তা ২১ সালের মধ্যেই শুরু হবে আর পিএইচই পাইপ লাইন নিয়ে যে সমস্যা আছে তার সমাধানও হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad