Type Here to Get Search Results !

উত্তরপ্রদেশের যোগী সরকারের ODOP প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কঙ্গনা রানাউত


ওয়েবডেস্ক :- অভিনেত্রী কঙ্গনা রানাউতকে সরকারী একটি প্রকল্পের ব্র‍্যান্ড অ‍্যাম্বাসেডার হিসেবে নিয়োগ করলো উত্তরপ্রদেশের যোগী সরকার।উত্তরপ্রদেশ সরকার শুক্রবার অভিনেত্রী কঙ্গনা রানাউতকে 'এক জেলা-এক পণ্য' কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে।অভিনেত্রী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তার সরকারি বাসভবনে দেখা করেন।ইউপি সরকার রাজ্যের ৭৫টি জেলায় নির্দিষ্ট ঐতিহ্যবাহী পণ্য  শিল্পকেন্দ্র তৈরির লক্ষ্যে One District One Product  (ODOP ) কর্মসূচি চালু করেছে।

একটি টুইটে অতিরিক্ত মুখ্য সচিব (তথ্য) নবনীত সেহগাল বলেন, 'বিখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত দেখা করলেন  ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। তাঁর হাতে উত্তরপ্রদেশের ODOP পণ‍্য উপহার হিসেবে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কঙ্গনা জি ODOP এর  জন্য আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন।'

এক শীর্ষ আধিকারিকের মতে,‌ অভিনেত্রী মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী তাকে অযোধ্যার রাম মন্দিরে দর্শন করার অনুরোধ জানান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad