নীলেশ দাস, আসানসোল:- রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে গত কয়েক দিনের অতিভারি বৃষ্টির কারণে জল ছেড়েছে ডিভিসি, আর সেই জল ছাড়ার কারনেই আসানসোলে বন্যা পরিস্থিতির হয়েছে। শুক্রবার এমনি বলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এদিন আসানসোলের সেনরালে রোডের আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্টের গেস্ট হাউসে একথা জানান আইন ও পূর্তমন্ত্রী মন্ত্রী মলয় ঘটক।
জানা গিয়েছে বন্যা পরিস্থিতি নিয়ে এদিন আসানসোলের ADDA এর গেস্ট হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকেই উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক, বিপর্যয় মোকাবিলা দফতরে মন্ত্রী জাভেদ খান, আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এদিনের বৈঠকে আসানসোলের বর্তমান বন্যা পরিস্থিতির নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন ডিভিসির জল ছাড়ার জন্য এই অবস্থা হয়েছে। পাশাপাশি এদিন তিনি বলেন বন্যার জেরে ক্ষতিগ্রস্ত রাস্তা গুলি দ্রুত মেরামত করা হবে। ইতিমধ্যে রাস্তা পরিদর্শনে গেছে ওই কাজে থাকা সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা। এদিকে ডিভিসির বিরুদ্ধে মলয় ঘটকের অভিযোগ অস্বীকার করেছে ডিভিসি কর্তৃপক্ষ।