শুভময় পাত্র,বীরভূম:- অজয় নদের স্রোতে বাঁধভাঙ্গা নদী তীরবর্তী গ্রামগুলি পরিদর্শনে এলেন বীরভূম জেলাশাসক, বীরভূম জেলা পুলিশ সুপার ও বীরভূমের বিধায়ক সকলেই। নানুর ব্লকের যে বেশকিছু গ্রাম প্লাবিত, সেইসব গ্রামগুলি পরিদর্শনে আসেন জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা ।তাদের একটাই বক্তব্য যত তাড়াতাড়ি সম্ভব জলমগ্ন এলাকা গুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে হবে ।তারপর তাদের সমস্ত রকম ব্যবস্থা সরকার থেকে নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত জমিজমা সবকিছুরই পরিদর্শন করছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন যৌথ ভাবে স্পিডবোট নামিয়ে উদ্ধারকার্য পাশাপাশি ত্রাণ সরবরাহ করা সব কিছুর ব্যবস্থা নিতে প্রস্তুত ইতিমধ্যেই। ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, জেলাশাসক বিধানচন্দ্র রায় , লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্মধক্ষরা।