সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধে তেমন কোন প্রভাব পরেনি বর্ধমানে। অন্যান্য দিনের মত সকাল থেকে ট্রেন ও বাস পরিষেবা স্বাভাবিক আছে। সরকারি ও বেসরকারি বাস রাস্তায় নেমেছে। বাজার হাট খুলেছে। বনধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহলদারি রয়েছে জেলা জুড়ে।
বেলা বাড়ার সাথে সাথে বনধের সমর্থনে বর্ধমান শহরে মিছিল করে বামপন্থী সংগঠন গুলি। বর্ধমানের জেলা সিপিএম কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে।
অন্যদিকে বনধের সমর্থনে মেমারীতে রাস্তা ও রেল অবরোধ করল বামপন্থী সংগঠনগুলি। এদিন মেমারী স্টেশনে প্রায় পনের মিনিট রেল অবরোধ করার পর জিটিরোড অবরোধ করা হয়। রেল অবরোধের ফলে ব্যান্ডেল বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন আটকে যায় মেমারী স্টেশনে। মেমারীর চকদীঘি মোড়ে জিটি রোড অবরোধ হয়। ফলে জিটিরোডে সাময়িক ভাবে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অবরোধ তোলে।
পাশাপাশি পূর্ব বর্ধমানের গলসীতে ২ নং জাতীয় সড়ক অবরোধ করে বামপন্থী সংগঠনগুলি। বনধ সমর্থকেরা মিছিল সহকারে এসে গলসীতে ২ নং জাতীয় সড়কের উপর শুয়ে সড়ক অবরোধ করে। বেশ কিছুক্ষণ অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। পুলিশ এসে জোরপূর্বক অবরোধকারীদের তুলে যানজট মুক্ত করে জাতীয় সড়ক।



