Type Here to Get Search Results !

প্যারালিম্পিক্স শুটিংয়ে জোড়া পদক ভারতের


ওয়েব ডেস্ক:- টোকিও প্যারালিম্পিক্স শুটিংয়ে সোনা জিতলেন ভারতের মণীশ নারওয়াল (Manish Narwal)। পি-৪ মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ১ বিভাগে তিনি সোনা জিতেছেন। একই ইভেন্টে রুপো জিতেছেন সিংহরাজ আধানা (Singhraj Adhana)।

২১৮.২ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন মণীশ নারওয়াল এবং ২১৬.৭ পয়েন্ট স্কোর করে রুপো জেতেন সিঙ্ঘরাজ আদানা। এই দুই পদক পাওয়ায় বর্তমানে টোকিও প্যারালিম্পিক্স (Tokyo Paralympics) -এ ভারতের পদক সংখ্যা দাঁড়ল ১৫। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad