ওয়েবডেস্ক :- আমেরিকার মন্টানায় ট্রেন দুর্ঘটনায় (Amtrak train derails in Montana) অন্তত তিনজন নিহত হয়েছেন বল খবর পাওয়া যাচ্ছে । এ সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে করা হচ্ছে। তবে, দুর্ঘটনায় আহতের সংখ্যা এখনো জানা যায়নি।স্থানীয় সময় শনিবার দুপুরে ট্রেনটির অন্তত সাত টি বগি লাইনচ্যুত হয়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১৪৬ জন যাত্রী ও ১৬ জন ক্রু সদস্য ছিল। উত্তর মন্টানার জপলিনের কাছে দুপুর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুটি লোকোমোটিভসহ ১০ টি বগিছিল ট্রেন টিতে ।
More video. pic.twitter.com/vPBzmxXAdN
— Jacob Cordeiro🌹 (@jacob_cordeiro) September 26, 2021
আরো পড়ুন :- অপহরণকারীদের শিক্ষা দিতে হেরাত শহরের বিভিন্ন জায়গায় তালিবানরা ৪ অপহরণকারীর লাশ ক্রেনে ঝুলিয়ে দিল
রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথেই উত্তর-মধ্য মন্টানায় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।তবে রেল সংস্থার পক্ষ থেকে দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে জানানো না হলেও একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধারকার্য শুরু করেছে এমট্র্যাক রেল । ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে এবং আহতদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
