Type Here to Get Search Results !

উল্টো মাস্ক পরে ট্রোলড সলমন খান


ওয়েবডেস্ক:-যাই-ই পরেন না কেন, ভক্তদের কাছে সেটাই স্টাইল।  কিন্তু এবার ঘটল তার উলাট-পুরান। যার জন্যে ট্রোলডও হতে হল সলমন খানকে ।Tiger 3-র শুটিংয়ে কারণে গত একমাস ধরে রাশিয়ায় ছিলেন সলমন খান (Salman Khan)। ক্যাটরিনার সঙ্গে ইতিমধ্যেই শেষ করেছেন রাশিয়া ও তুরস্কের শুটিং পর্ব। আর মুম্বইতে পা রাখা মাত্রই বিমানবন্দরে ভাইজানকে দেখে বেঁধে গেল শোরগোল।রবিবার কালো টিশার্ট ও ক্যাজুয়াল জিন্সে মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন সলমন। মাথায় ছিল তুরস্কের টুপি আর পায়ে স্নিকার্স। 

বিমানবন্দরে উপস্থিত লোকজনদের নজর গেল ভাইজানের মাস্কের দিকে। কালো মাস্কে লেখা এস কে। আর সেখানেই ঘটে বিপত্তি! আসলে উল্টো মাস্ক পরেছিলেন অভিনেতা।সেটা চোখে পড়ে অনুরাগীদের। সলমনের উদ্দেশে তাঁরা চেঁচিয়ে বলেন, 'ভাই মাস্ক উল্টো পরে রয়েছেন আপনি।' সেই মুহূর্ত পাপ্পারাজিদের ক্যামেরাবন্দি হতে সময় নেয়নি। এমনকী এয়ারপোর্ট লুকে ভাইজানের ছবি শেয়ার হতেই সোশ্য়াল মিডিয়ায় ট্রোল হতে থাকেন সলমন। অনেকেই তাঁর ছবি নিচে কমেন্টে এই বিষয় নিয়ে হাসি মজা করতে থাকেন। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad