সোমনাথ মুখার্জী, অন্ডাল :- পুজোর প্রস্তুতি পরিদর্শন করলো পুলিশ । পূজা কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলার পাশাপাশি এলাকার রাস্তাঘাটের অবস্থা ও খোঁজ নেন তারা ।শনিবার উখরা এলাকার সর্বজনীন পুজো কমিটি গুলির প্রস্তুতি পরিদর্শন করলো অন্ডাল থানা ও উখরা আউটপোস্ট এর পুলিশ । এই উপলক্ষে পুলিশের পক্ষ থেকে একটি বাইক রেলির আয়োজন করা হয় । রেলি-তে সিভিক সহ অন্যান্য পুলিশকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখরা পুলিশ আউট পোস্টের আইসি নাসরিন সুলতানা । উখরা ফাঁড়ি থেকে বাইক রেলী টি শুরু হয় ।
এলাকার তেরটি সর্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা । ওসি সান্তনু অধিকারী জানান কোভিড সহ অন্যান্য সরকারি নিয়ম মানা কি হচ্ছে কি না সেই উদ্দেশ্যেই এদিনের পরিদর্শন । এছাড়াও উখরা বাজারের নিরাপত্তার বিষয় টিও খতিয়ে দেখা হচ্ছে। পুজো কমিটি গুলি নিয়ম মেনেই প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি ।
উখরা বিবিরবাধ পাড়ার জাগৃতি সংঘ পুজো কমিটির সভাপতি মদন হালদার জানান পূজা চলাকালীন মণ্ডপে যাতে বেশি ভিড়ের কারণে সংক্রামন না ছড়ায় সেই বিষয়টিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি । প্রশাসনের নির্দেশ মেনে পুজো হবে বলে জানান তিনি ।
