Type Here to Get Search Results !

পুজোর প্রস্তুতি পরিদর্শনে পুলিশ


সোমনাথ মুখার্জী, অন্ডাল :-  পুজোর প্রস্তুতি পরিদর্শন করলো পুলিশ । পূজা কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলার পাশাপাশি এলাকার রাস্তাঘাটের অবস্থা ও খোঁজ নেন তারা ।শনিবার উখরা এলাকার সর্বজনীন পুজো কমিটি গুলির প্রস্তুতি পরিদর্শন করলো অন্ডাল থানা ও উখরা আউটপোস্ট এর পুলিশ । এই উপলক্ষে পুলিশের পক্ষ থেকে একটি বাইক রেলির  আয়োজন করা হয় । রেলি-তে সিভিক সহ অন্যান্য পুলিশকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখরা পুলিশ আউট পোস্টের আইসি নাসরিন সুলতানা । উখরা ফাঁড়ি থেকে বাইক রেলী টি শুরু হয় । 

এলাকার তেরটি সর্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা । ওসি সান্তনু অধিকারী জানান  কোভিড সহ অন্যান্য সরকারি নিয়ম মানা কি হচ্ছে কি না সেই উদ্দেশ্যেই এদিনের পরিদর্শন । এছাড়াও উখরা বাজারের নিরাপত্তার বিষয় টিও খতিয়ে দেখা হচ্ছে। পুজো কমিটি গুলি নিয়ম মেনেই প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি । 

আরোপড়ুন:- তোপের ধোনির শব্দের সাক্ষী থাকতে,আজও শহর ছেড়ে দুর্গা পুজোর সময় হাজার হাজার ভক্ত ভিড় জমান এখানে প্রতি বছর 

উখরা বিবিরবাধ পাড়ার জাগৃতি সংঘ পুজো কমিটির সভাপতি মদন হালদার জানান পূজা চলাকালীন মণ্ডপে যাতে বেশি ভিড়ের কারণে সংক্রামন না ছড়ায় সেই বিষয়টিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি  । প্রশাসনের নির্দেশ মেনে পুজো হবে বলে জানান তিনি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad