নীলেশ দাস, আসানসোল:- বাংলা ঝাড়খন্ড থেকে ছিনতাই হওয়ায় মোবাইল সহ, ৫ জনকে গ্রেপ্তার করলো কুলটি থানার পুলিশ।ঝাড়খণ্ডের চিরকুন্ডা এবং বরাকারের আরাডাঙালের বিভিন্ন এলাকা থেকে গত সোমবার রাতে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৫ জন মোবাইল ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৭ টি মোবাইলও উদ্ধার করা হয়, ৭ টি মোবাইল ছাড়াও একটি কালো রঙের পালসার মোটর বাইক ও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম শাহবাজ আনসারী, তালিব খান,আমিরুল সিদ্দিকী ওরফে মনু বরাকরের বাসিন্দা, সনোজ, অঙ্কিত শর্মা ঝাড়খণ্ডের চিরকুন্ডা এলাকার বাসিন্দা। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এদের সাথে আরো কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে।
