নিজস্ব প্রতিনিধি,বর্ধমান:- 'গত দেড় বছরে ঘরে বসে কম্পিউটার (Computer) এবং ইন্টারনেটের (Internet) মাধ্যমে দাবা খেলার প্রবনতা অনেকগুন বেড়েছে। 'শনিবার পূর্ব বর্ধমান দাবা (Chess)এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৫ (U-15) রাজ্য দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে একথা বলেন গ্ৰান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া (Grandmaster Divyendu Barua)। তিনি বলেন শুধু দাবাই নয় অনলাইনের মাধ্যমে সব ধরনের গেম খেলা যায়। তবে শিশুদেরকে বোঝাতে হবে কোন খেলাটা উচিত কোন খেলাটা উচিত না।তবে অনলাইনের মাধ্যমে দাবা খেলার প্রতি ঝোক বেড়েছে বলে জানান তিনি।
কম্পিউটারের মাধ্যমে খেলার তুলনায় শারীরিক ভাবে উপস্থিত থেকে খেলার আনন্দটাই আলাদা।যেকোনো খেলার সার্বিক উন্নয়ন করতে হলে জেলা স্তরে আরো ছড়িয়ে দিতে হবে বলে জানান গ্রান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বর্ধমানের (Burdwan) সংস্কৃত পেক্ষাগৃহের মেট্রো হলে আয়োজিত এই দাবা প্রতিযোগিতায় দিব্যেন্দু বড়ুয়া ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা , পুলিশ সুপার কামনাশীষ সেন প্রমুখ।
