ওয়েবডেস্ক :- কুড়ি বছর পর আফগানিস্তানে (Afghanistan) ফিরেছে তালিবান-রাজ।তালিবানের (Taliban) হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরফ ঘনি (Ashraf Ghani)। তাঁর আমলে আফগান সরকারের দায়িত্বে থাকা বহু কর্তা-আধিকারিকরাও প্রাণভয়ে পালিয়েছেন।সব কিছু ঠিকঠাক থাকলে শনিবারই আগানিস্তানে তালিবান নেতৃত্বধীন নয়া সরকার গঠন হবে।
অনেকে আফগানিস্তানের বাইরে যেতে না পারলেও দেশেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন। তবে তালিবান তাঁদের খুঁজে পেতে মরিয়া। ঘনি জমানার সরকারি আধিকারিকদের তালিবানি রোষ থেকে বাঁচাতে উদ্যোগী হয়েছে গুগল। গুগল (Google) আপাতত ঘনি সরকারের আমলে বেশ কিছু প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে।
আরো পড়ুন :- উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন
একটি বিবৃতিতে গুগলের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির উপর তাঁরা নজর রাখছেন। অন্যদিকে, ঘনি সরকারের সময়ে আফগানিস্তানের একটি মন্ত্রকে কাজ করা এক ব্যক্তি সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তালিবানরা এবার আগের সরকারের শীর্ষ কর্তা-আধিকারিকদের সম্পর্কে যাবতীয় তথ্য পেতে তাদের ইমেলের খোঁজে রয়েছে তালিবান।
