নিজস্ব প্রতিনিধি:- চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেলো পূর্ববর্ধমান জেলাপুলিশ ও জেলা আফগারী দপ্তর। শনিবার সকালে বর্ধমান থানার বিজয়রাম এলাকায় অভিযান চালায় জেলাপুলিশ ও জেলা আফগারী দপ্তর।
আরো পড়ুন:- কাঁকসায় একশো দিনের কাজ কে কেন্দ্র করে স্বজনপোষণের অভিযোগ ,অভিযোগ অস্বীকার প্রধানের
জেলাপুলিশ ও জেলা আফগারী দপ্তর সূত্রে জানা গেছে, এদিনের এই অভিযানে উদ্ধার হয় ৩২৬০ লিটার চোলাই তৈরীর উপকরণ। যা ১৬৩ টি ব্যারেলে ডোবার মধ্যে মজুত ছিলো।পুলিশের পক্ষ থেকে সেগুলি নষ্ট করে দেওয়া হয়।যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
