কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার সবাই চুপ।এই বিষয়ে কারো কোনো হেলদোল নেই। সাধারণ মানুষের পক্ষে দুবেলা দুমুঠো অন্নের যোগার করতে রিতিমতো হিমশিম খেতে হচ্ছে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাই কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদে নেমেছেন। তারা মিটিং মিছিল করে জনগণকে সাথে নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন শুরু করেছেন।
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার পানাগড় বাজারে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মী সমর্থকরা
September 27, 2021
0
Tags
