Type Here to Get Search Results !

বিশ্বভারতীর মেধাতালিকা ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি চরমে,১০০ এর মধ্যে কেউ পেয়েছে দুশো,আবার কেউ ১৯৮


শুভময় পাত্র, বীরভূম:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এবার চরম গাফিলতি লক্ষ্য করা গেল এম এড পরীক্ষার মেধাতালিকায়। এদিন বিশ্বভারতীর ২০২১ এম এড এর ভর্তির পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত হলে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর  ১০০ এর মধ্যে ১৯৮, ১৫১ নাম্বার। আর এই মেধাতালিকা বিশ্বভারতীর ওয়েব সাইটে প্রকাশ কে ঘিরে রীতিমতো বিভ্রান্তিতে ছাত্র-ছাত্রীরা।১০০ এর মধ্যে কেউ পেয়েছে দুশো,আবার কেউ কেউ ১৯৮, ১৫১।        

বিশ্বভারতীর বিনয় ভবনের এমএড এর প্রকাশিত মেধা তালিকা দেখে একরম হতভম্ব হয়ে পড়েছে ছাত্র-ছাত্রীরা। সোমবার সন্ধ্যায় বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে বিনয় ভবনের এমএড এর মেধাতালিকা প্রকাশ হতেই চূড়ান্ত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই চরম গাফিলতি দেখে স্বভাবতই চিন্তিত সকলে। কিভাবে এই মূল্যায়ন করা হয়েছে, কেনইবা এমনটা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীরা। যদিও এ বিষয়ে কোনো রকম সদুত্তর  দিতে পারেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বর্তমান শিক্ষাবর্ষে বিনয় ভবনে এম এডে ভর্তির জন্য অনলাইনে প্রবেশিকা পরীক্ষা হয় ১৪ সেপ্টেম্বর। ৫০ আসনে পরীক্ষার জন্য বিশ্বভারতীর আভ্যন্তরীণ ও অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই পরীক্ষা দেয়। এরমধ্যে ২৫ টি অভ্যন্তরীণ ও ২৫ টি আসন বহিরাগতদের জন্য সংরক্ষিত ছিল। ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৬০ নম্বর লিখিত ও ৪০ নম্বর অ্যাক্যাডেমিক স্কোরের মাধ্যমে নির্ধারিত হয়। 

পরীক্ষার পর মেধা তালিকার ভিত্তিতেই ভর্তির সুযোগ পান পরীক্ষার্থীরা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে দুই পড়ুয়া  ১০০ এর মধ্যে পেয়েছেন যথাক্রমে ২০০.২৮ ও ১৯৮.৩৮৫। এবং সমাজবিজ্ঞান বিভাগে দুই পড়ুয়া পেয়েছেন যথাক্রমে ১৯৬.৩৬৭ ও ১৫১.২৭৫। ১০০ মধ্যে কিভাবে পরীক্ষার্থীরা ২০০ বা ১৫০ পেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন? 

পাশাপাশি পড়ুয়াদের অভিযোগ আভ্যন্তরীণ আসনেও বেশকিছু বহিরাগত অর্থাৎ অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রের নাম উল্লেখিত রয়েছে মেধাতালিকায়। ফলে চূড়ান্ত বিভ্রান্তির মধ্যে পড়েছেন পরীক্ষার্থীরা।ছাত্রছাত্রীদের দাবি, বিশ্বভারতী কর্তৃপক্ষ এমন দায়িত্বহীনতার কাজ কিভাবে করলো? সাথে সাথেই দ্রুত এই মেধা তালিকা বদল করার দাবি তুলছেন ছাত্র-ছাত্রীরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad