Type Here to Get Search Results !

কয়লা কাণ্ডে লালা'র চার সঙ্গীকে সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

নীলেশ দাস ,আসানসোল:- গতকাল অর্থাৎ সোমবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর জয়দেব মণ্ডল, নিরোদ মণ্ডল, নারায়ণ নন্দা এবং গুরুপদ মাজিকে গ্রেপ্তার করেছে সিবিআই। চারজনেরই বেআইনি কয়লার কারবারে যোগসুত্র ছিল বলে সিবিআই সুত্রে জানা গেছে। শুধু তাই নয় এই চারজন বেআইনি কয়লা কাণ্ডের কিং পিন অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ট ছিল বলেও জানা গেছে। 

আসানসোল সিবিআই আদালতে তোলার পর চারজনকেই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় সিবিআই। সিবিআইয়ের দাবি এই চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রভাবশালীদের নাম উঠে আসতে পারে। অন্যদিকে দিল্লির ঘটনার পর আসানসোল আদালত চত্বরেও নিরাপত্তা আঁটোসাটো করা হয় এদিন। গাড়ি পরীক্ষা করার পরেই ঢুকতে দেওয়া হয় সমস্ত গাড়িকে।

কয়লার এই অবৈধ কারবার কি ভাবে পরিচালিত হতো তা জানার জন্যেই অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযুক্তদের আইনজীবী জানান, 'অভিযুক্তদের সকলেই এর আগে ২০১৫-১৬ বা তার আগের বছরগুলিতে কয়লার অবৈধ কারবারে জড়িত থাকলেও পরবর্তী ক্ষেত্রে তারা কয়লার অবৈধ কারবার থেকে সরে এসে নিজেদের অন্যান্য ব্যবসা গড়ে তোলে ৷ ২০২০ সালের ঘটনার ওপর করা মামলার সাথে অভিযুক্তদের কোনো যোগাযোগ নেই ৷'  

'তাছাড়া অভিযুক্ত চারজনই শারীরিক ভাবে অসুস্থ ৷ তার সাপেক্ষে তথ্য প্রমান সরবরাহ করা হয়েছে ৷এই সব কারণে বিচারকের কাছে অভিযুক্তদের হেফাজতের সময়সীমা কমানোর আবেদন করা হয়েছে ৷ অভিযুক্তদের প্রত্যেককেই ইডি ডেকে পাঠালেও ইডি এখনো পর্যন্ত নিজেদের হেফাজতে নেয়নি ৷' এদিন সিবিআই আদালতে উভয় তরফের সওয়াল জবাব শোনার পর বিচারক জয়শ্রী ব্যানার্জি অভিযুক্ত জয়দেব মণ্ডলের আগামী ১ অক্টোবর পর্যন্ত ও বাকি অভিযুক্তদের ৪ অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন আসানসোলের সিবিআই আদালত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad