এছাড়াও এই অঞ্চলের শিল্পী ,খেলোয়াড় এবং প্রশাসনিক স্তরে স্বাস্থ্যকর্মী তাদেরকেও সম্বর্ধনা জানানো হয়। সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয। এই শিক্ষক দিবসে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরে রামরসিং,রানীগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি, রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, জামুরিয়া ব্লক১ সভাপতি সাধন রায়। নিমচা ফাঁড়ির আইসি মইনুল হক সহ অনেকেই। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন সভাপতি বিশ্বনাথ বাউরী, তৃণমূল ছাত্র পরিষদের আসানসোল দক্ষিণের সহ-সভাপতি সহ আরো অনেকেই।
পাশাপাশি কুলটি কলেজ ছাত্র সংসদের উদ্যোগে শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হয়। শিক্ষক দিবসে,শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হলো কুলটি কলেজ ছাত্র সংসদের উদ্যোগে।রবিবার ৫ই সেপ্টেম্বর 'শিক্ষক দিবস'কে সামনে রেখে মন্ত্রী তথা কুলটি কলেজের গভর্নিং বডি'র সভাপতি মলয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের তত্ত্ববধানে, কুলটি কলেজ ছাত্র সংসদের উদ্যোগে কুলটির ছাত্র-যুব নেতা যতীন গুপ্তার সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে কুলটি বিধানসভার শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানানো হয়। পাশাপাশি তাঁদের আশীর্বাদ নেওয়া হয়।
উপস্থিত ছিলেন কুলটি কলেজের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষাল। ছাত্র নেতা তুলসী গোপাল রুইদাস, দেবজিৎ চ্যাটার্জী, শেখ এনামুল, প্রকাশ বোহরা, বাবন বাদ্যকর, বিক্রম লাহা, বিজয় কুমার মণ্ডল এবং জয় কাঁঠাল সহ অন্যান্যরা।

