নীলেশ দাস, আসানসোল:- আসানসোলের (Asansol) কুমারপুরে বৃষ্টিতে খতিগ্রস্থ 16 টি বাড়ির মালিকের পাশে দাঁড়ালো বেঙ্গল সৃষ্টি (Bengal Shristi)।শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একথা জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক।জানা গিয়েছে দিন কয়েক আগে টানা বৃষ্টির কারণে কুমারপুরে 16 টি বাড়ি খতিগ্রস্থ হয়েছে।তারমধ্যে সাতটি বাড়ি পুরোপুরি খতিগ্রস্থ হয়েছে এবং নয়টি বাড়ি আংশিক খতিগ্রস্থ হয়েছে।
আরো পড়ুন:- আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ 105 জন আইনজীবী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন
এই ঘটনার পর বেঙ্গল সৃষ্টির তরফে এক সার্ভে করা হয়।এরপর এদিন আনুষ্ঠানিকভাবে বেঙ্গল সৃষ্টির তরফে তাদের বাড়িগুলো সংস্কারের সাহায্য তুলে দেওয়া হয়।এই সাহায্য পেয়ে খুশি সকলকেই।এমনকি বেঙ্গল সৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
