অজয় নদের জল বাড়ায় পূর্ব বর্ধমানের আউসগ্রামের ফতেপুর গ্রামের কাছে নদীর চরের মাঝে আটকে পড়েছে তিন গ্রামবাসী সহ ১২টি গবাদি পশু, চেষ্টা চলছে উদ্ধারের।ঝাড়খণ্ডে প্রবল বর্ষণে হু হু করে জল বাড়ছে অজয় নদে। বৃহস্পতিবার ফতেপুর গ্রামের তিন বাসিন্দা রাইফেল মণ্ডল, সামসুল খান ও সাহাজাহান খান ১২টি গবাদিপশু চড়াতে যান অজয়ের চড়ে।
এদিন সকাল থেকে নদীতে জল বাড়তে শুরু করে। অল্প জল থাকায় তারা নদের চড়ে গরু চরাতে গিয়েই বিপত্তি বাঁধে। হঠাৎ করে নদীতে জল বেড়ে যাওয়ায় তারা আর ফিরে আসতে পারেনি।নদের মধ্যে থাকা দ্বীপের মধ্যে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। খুব তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার না করা গেলে জীবনাহানির আশঙ্কা রয়েছে
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফতেপুর এলাকায়। এলাকায় প্রচুর গ্রামবাসী নদের পাড়ে ভিড় জমিয়েছেন। উৎকণ্ঠায় প্রহর গুনছেন পরিবারের লোকজন ও এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছেছে গুসকরা ফাঁড়ির পুলিশ। স্পীড বোর্ড ও অন্যান্য উদ্ধারকারী সামগ্রী নিয়ে ইতিমধ্যেই পৌঁছেছে উদ্ধারকারী দল। জেলার সিভিল ডিফেন্সের টিম আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।