তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ কাঁকসার গোপালপুর এলাকার ভি এস পি কারখানার সামনে।বকেয়া বেতন চাইতে গিয়ে কারখানার নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেতে হয় বলে অভিযোগ কারখানার ঠিকা শ্রমিকদের। ঘটনাকে কেন্দ্র করে সোমবার কাঁকসার গোপালপুর এলাকার ভি এস পি কারখানার সামনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
শ্রমিকদের অভিযোগ তারা গত তিন মাস ধরে বেতন পাননি। বারবার বেতন চাইলেও কর্তৃপক্ষ নানান অজুহাত দেখায় তাদের।সোমবার কারখানার ঠিকা শ্রমিকরা বেতন চাইতে গেলে কারখানার ভেতরে নিরাপত্তারক্ষীরা শ্রমিকদের মারধোর করে বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের হাতে মার খেয়ে ৫জন শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য পাঠানো হয়। যদিও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কোন রকম মন্তব্য করতে চাননি।