তনুশ্রী চৌধুরী,পানাগড়:- রবিবার সকাল থেকেই পানাগরের রেল স্টেশন সংলগ্ন রেলের স্লিপার তৈরির করা জি পি টি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানার গেটের সামনে বিক্ষোভে বসেন। শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের শোষণ করে এসেছে শ্রমিক নেতাদের একটা অংশ।
পাশাপাশি তারা শ্রমিক ঐক্য মঞ্চ গড়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে তাদের ন্যায্য পাওনা দাবিতে। কর্মক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা সহ, বকেয়া বেতন ও কারখানার শ্রমিকদের যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সবকিছু থেকেই তারা বঞ্চিত রয়েছেন বলে তাদের অভিযোগ।
আরো পড়ুন:- কাঁকসা হাটতলা সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন হল রবিবার
এই বিষয়ে সকাল থেকেই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানোর পর। আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন শ্রমিকরা। রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে জেলার সমস্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতির বার্তা শোনার জন্য। সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য এদিন GPT কারখানার শ্রমিকরা রওনা দেন।
শ্রমিকরা জানিয়েছেন তারা তাদের অভাব-অভিযোগ কারখানা কর্তৃপক্ষ কে বারবার জানিও কোন সুরাহা হয়নি । আজ তারা রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর কাছে তাদের সমস্ত অভাব অভিযোগ জানাবেন।
