ওয়েবডেস্ক:- করোনা কালে বর্তমানে বেশিরভাগ মানুষই বাঙ্কে গিয়ে লাইনে দাঁড়ানোর থেকে ডিজিটালি বাঙ্কের কাজ সেরে নেওয়ার পক্ষপাতি। বর্তমানে ব্যাঙ্কগুলিও ডিজিটালি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তবে এই সবের মাঝেই ডিজিটাল পেমেন্টের জগতে এক নয়া যুগ শুরু হতে চলেছে। কারণ পথ চলা শুরু করবে নয়া ক্যাশলেস পেমেন্ট অ্যাপ E-RUPI .
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে পথ চলা শুরু করলো নয়া ক্যাশলেস পেমেন্ট অ্যাপ E-RUPI ভাউচার এর। E-RUPI ভাউচার কিন্ত আসলে প্রিপেড ই-গিফট কার্ডের মতো। আপনি QR CODE কিম্বা SMS -র সাহায্যে শেয়ার করে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ভাউচারটিই ব্যবহার করতে পারেন। ডিজিটাল সিস্টেমে ভাউচার ব্যাবহার করার জন্য কার্ড, অ্যাপ বা ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হয় না। ডিজিটাল টোকেন সরকার নির্দিষ্ট নাগরিকের কাছে এসএমএস বা কিউআর কোডের মাধ্যমে পাঠাবে।
আরো পড়ুন :-যদি কারুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল পেমেন্ট অ্যাপ না থাকে এমনকি স্মার্টফোন না থাকলেও এই ভাউচারের সুবিধে মিলবে। SMS-এর মাধ্যমে পাওয়া QR CODE থাকলেই আপনি এই পরিষেবার সুবিধা নিতে পাবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিসিআই ব্যাঙ্ক ইত্যাদি ব্যাঙ্ক গুলিতে E -RUPI-র সুবিধা মিলবে।ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ ভাবে এই অ্যাপটি তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রক এবং ন্যাশনাল হেলথ অথরিটি।