নিজস্ব প্রতিনিধি:- দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ববর্ধমানের ভাতারে। ভাতারের রামকৃষ্ণ পল্লী এলাকায় ভারত-চীন সীমান্তে কর্মরত এক সেনার বাড়িতে তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে পুলিশ।স্নেহাংশু ঘোষ সেনাবাহিনীতে কর্মরত আছেন বর্তমানে ভারত-চীন সীমান্তে।
স্ত্রী তাপসী ঘোষ দুই সন্তানকে নিয়ে ভাতারের রামকৃষ্ণ পল্লী এলাকায় বসবাস করেন। গত কয়েকদিন আগে এক আত্মীয়ের বিয়োগের কারণে বাবার বাড়ি ভাতারের নরজা গ্রামে গিয়েছিলেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা তাপসীদেবীকে জানান তার বাড়ির গেটের তালা ভাঙ্গা।
বাড়িতে ফিরে তিনি দেখেন বাড়ির জিনিসপত্র সব লণ্ডভণ্ড হয়ে আছে। বাড়ির পরপর চারটি তালা ভাঙ্গা।
আরো পড়ুন :-এরপরই তাপসীদেবীর মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। দুষ্কৃতীরা তালা ভেঙ্গে প্রায় কুড়ি ভরি সোনা, পঁচিশ হাজার টাকা, দামি বস্ত্র ,বাড়ির অন্যান্য জিনিসপত্র মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুট করেছে। এ বিষয়ে তিনি ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।