ওয়েব ডেস্ক:- সোমবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় বেঙ্গালুরুতে সাতজনের মৃত্যু হল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ফুটপাথে টপকে সজোরে ধাক্কা মারে দেওয়ালে। যার জেরে গাড়িতে থাকা সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।মৃতদের মধ্যে ছিলেন তামিলনাড়ুর ডিএমকে বিধায়কের ছেলে ও পূত্রবধূ।
পথ দুর্ঘটনায় হোসুরের বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে করুণা সাগর এবং তাঁর স্ত্রী বিন্দুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে । এই দুজন-সহ সাতজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। সোমবার রাত দেড়টা নাগাদ কোরামঙ্গলার কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়িটি দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে বলে খবর।
আরো পড়ুন:- সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ করল আমেরিকা
গাড়িতে থাকা চারজন পুরুষ এবং তিনজন মহিলার মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। সাতজনের মধ্যে ছজনই ঘটনাস্থলে মারা যান। একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পুলিশের অনুমান, বেপরোয়া ভাবে দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ খতিয়ার দেখছে পুলিশ।
