নীলেশ দাস, আসানসোল :-কর্মীদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্য আসানসোল সভা। রবিবার আসানসোল রবীন্দ্র ভবনে তৃণমূলের সম্বর্ধনা সভা। যুব কর্মীদের উদ্বুদ্ধ করতে বার্তা সভানেত্রীর। এদিন যুব তৃনমূলের সভানেত্রী সায়নী ঘোষের সভায় তিন হাজার কর্মী যোগদান করেন। যোগদানের পাশাপাশি সকলে মিলে কাজ করার ডাক দিলেন সায়নী।
সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনের এক সভায় উপস্থিত সায়নী ঘোষ,এছাড়া তৃনমূলের জেলা সংগঠনের নতুন কমিটির চেয়ারম্যান উজ্বল চট্টোপাধ্যায়,জেলা সভাপতি বিধান উপাধ্যায়, শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির সভাপতি অভিজিৎ ঘটক,আসানসোলের কনভেনর ভি.শিবদাসন দাশু, যুব সভাপতি কৌশিক মণ্ডল সহ একাধিক নেতৃবৃন্দ ও কর্মীরা।
এদিন সভানেত্রী সায়নী ঘোষ যুব কর্মীদের উদ্যেশ্য বলেন, যারা ভালো ভালো ছেলে নানান কারণে এবং অভিমানে দূরে সরে গেছেন শুধু নেতাদের কাছ থেকে ভালো ব্যাবহার পায়নি বলে দূরে সরে গেছে তাদেরকে নিয়ে আসুন। কিছু লাগে না শুধু একটু ভালো ব্যাবহার করুন। পাশাপাশি এও বলেন 'মুখ্যমন্ত্রীর যে সোনার বাংলা লক্ষ্যে রাজ্যের মা বোনেরা যেভাবে ঢেলে দিয়েছে দুহাত ভরে সারা দেশ এবং পৃথিবী জানে।'
আরো বলেন যে সংগঠন করতে পারবে, ভোটে যেটা আমরা ফলাফল পাবো অবশ্যই করবো তাদের জন্যে। এখানে কারুর বিরুদ্ধে ক্ষোভ বা রাগ থাকলে সংশোধন করতে হবে সবাই মিলে। যদি আমার বিরুদ্ধেও কোনো ক্ষোভ থাকে তাহলে শোকজ করুন আমাকেও। তবে দলের হয়ে সরজন্ত্র করলে,ছেড়ে কথা বলবো না।
আরো পড়ুন:- বোমা বিস্ফোরণ উড়ে গেলো টালির চাল
পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভানেত্রী সায়নী ঘোষ বলেন, যারা ভোটের সময় দু নৌকায় পা দিয়ে কাজ করেছেন তারা নিজেরাই জানে। তাদেরকে খুব একটা দেখা যায়নি। যুবদের একটা কথা বললাম, যারা সে সময় ডেডিকেটেডলি কাজ করেছেন তাদের ইউটিলাইজ করো। যারা সেসময় সেফ খেলেছে দু নৌকায় পা দিয়ে চলেছে তাদের এই মুহূর্তে তৃনমুল যুব কংগ্রেসে কোন জায়গা নেই।