নীলেশ দাস,আসানসোল:- পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মিলন মণ্ডলের নেতৃত্বে বার্ণপুরের ওয়াগেন কলোনির বাসিন্দাদের নিয়ে ভগৎ সিং মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো। স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হয়। জার ফলে পড়ুদের পড়াশোনায় বেঘাৎ ঘটছে। পাশাপাশি সাধারণ মানুষকেও অসুবিধাই পড়তে হচ্ছে।
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মিলন মণ্ডল জানান,কেন্দ্র সরকারের রেল এবং বার্ণ স্ট্যান্ডার্ড কতৃপক্ষ মিলে চক্রান্ত করে জল ও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়েছে। যাতে জল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিলে তাহলে তারা অতিষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এখানকার মানুষরা আজকে দু পুরুষ থেকে তিন পুরুষ এখানে বাস করছে। এই কারখানা কারুর একার নয়,সবাই রক্তজল করে বাঁচিয়ে রেখেছে এই কারখানাকে। তাই তাদের আন্দোলন প্রতিটা কোয়াটারে জল ও বিদ্যুৎ পরিষেবা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই পথ অবরোধ প্রায় আধ ঘন্টা থাকার পর পুলিশের আশ্বাসে এই অবরোধ তুলে নেয় তারা।