ওয়েব ডেস্ক:-কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পরে ৩১ অগাস্টের মধ্যে সে দেশ থেকে নাগরিকদের বের করে আনতে মরিয়া আমেরিকা। এই পরিস্থিতিতে নানা জল্পনা উসকে চিনের সেনাবাহিনীর অধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন পেন্টাগনের এক শীর্ষ আধিকারিক।আফগানিস্তানের (Afghanistan)অচলাবস্থার প্রেক্ষিতে এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। জো বাইডেনের আমলে এই প্রথম চিনের সঙ্গে আলোচনার টেবিলে পেন্টাগন।
মার্কিন প্রশাসনের ওই পদস্থকর্তা এই বৈঠকের খবর দিতে গিয়ে জানিয়েছে, চিনের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল চেস এবং চিনের পিপলস লিবারেশন আর্মির (People's Liberation Army) মেজর জেনারেল হুয়াং জুয়েপিং ভারচুয়ালি বৈঠকে বসেন।প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর এই প্রথম দুই শীর্ষকর্তা বৈঠক বসেন। সংবাদসংস্থা রয়টার্সকে ওই মার্কিন প্রশাসনের পদস্থকর্তাটি বলেছেন, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে দুই শীর্ষকর্তার মধ্যে আলোচনা হয়েছে।
দক্ষিণ চিনসাগরে চিনের দখলদারি, পণ্যের ওপর শুল্ককর নিয়ে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠে। কার্যত দুই দেশের মধ্যে বাক্যলাপ বন্ধ হয়ে গিয়েছিল। সেই তিক্ত সম্পর্ক অবসান হলেও কূটনৈতিক স্তরে সে অর্থে কোনও আলাপ আলোচনা হয়নি। আফগানিস্তানের ঘটনার প্রেক্ষিতে এই আলোচনা নিঃসন্দেহে যে ব্য়তিক্রমী, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
