Type Here to Get Search Results !

'সংক্রমণের হার কমছে,পার্ক খুলছে কিন্তু স্কুল খোলার ব্যাপারে চিন্তা ভাবনা নেই রাজ্য সরকারের' : কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাস সরকার



নিজস্ব প্রতিনিধি:- 'সংক্রমণের হার কমছে, পার্ক খুলছে কিন্তু স্কুল খোলার ব্যাপারে চিন্তা ভাবনা নেই রাজ্য সরকারের।' আজ শহীদ সন্মান যাত্রায় বর্ধমানে এসে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাস সরকার। তিনি জানান, '২০২০ সাল থেকে কেন্দ্রের তরফে ১৩ টি অ্যাডভাইজরি পাঠানো হয়েছে এর কোনটাই রাজ্য সরকার স্কুলগুলিতে পাঠায়নি, তারা রাজনীতি করতেই ব্যস্ত।' 



আরো পড়ুন:- বচসার জেরে বাইক আরোহীর কান কামড়ে ছিড়ে নেওয়ার অভিযোগ উঠলো টোটো চালকের বিরুদ্ধে

ত্রিপুরায় তৃনমুলের উপর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন,  'পশ্চিমবঙ্গে হিটলার তন্ত্র চলছে, অথচ ব্রাত্য বসু যখন ত্রিপুরা যাচ্ছেন তখন তাকে পাইলট কার সহ বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হচ্ছে।' শহীদ সন্মান যাত্রায় গতকাল বর্ধমানে আসেন সুভাস সরকার। আজ সকালে বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পূজা দিয়ে তিনি বর্ধমানের চান্না গ্রামে হয়ে গুষকরা যান। সেখান থেকে বীরভূমের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন মন্ত্রী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad