তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-বৃহস্পতিবার রাত্রে অভিযান চালিয়ে পানাগড় গ্রাম রাজ্য সড়ক থেকে একটি ডাম্পারসহ মোট চারটি লরি আটক করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে গাড়ি গুলি বীরভূম থেকে পানাগর এর দিকে আসার সময় অতিরিক্ত পরিমাণে পাথর বোঝাই থাকার জন্য গাড়ি গুলিকে আটক করে পুলিশ। গাড়ি গুলিকে মটর ভিকেল দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
আরো পড়ুন:- অবশেষে আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনের ১২৭ জন ছাত্র ছাত্রীদের দেওয়া হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট
অতিরিক্ত পরিমাণে পাথর বোঝাই করার জন্য ওই গাড়িগুলির বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে জানা গেছে।এর আগেও কাঁকসা থানার পুলিশ অভিযান চালিয়ে পানাগর মোরগ্রাম রাজ্য সড়ক থেকে একাধিক বালি ও পাথর বোঝাই লরি আটক করেছিল। আগামী দিনেও লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।