আরো পড়ুন:- অন্ডালে ইসিএলের পরপর ৬টি আবাসনে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়
সেখান থেকে বাসে করে পানাগড় স্টেশনে নামার পর রেল গেট পারাপার করার সময় আপ শক্তিপুঞ্জ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মৃত ব্যক্তি পানাগড় সেনা ছাউনির মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। বাড়ি পানাগড়ের রেল পাড়ের সারদা পল্লীতে।
