নীলেশ দাস,আসানসোল :করোনা আবহাওয়ায় নাইট কার্ফু বিধি উলঙ্ঘন করে ব্যাবসা করার অভিযোগে প্রায় ১৫০ টি দোকান ও রুম সীল করে দিল কুলটি থানা পুলিশ। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত পতিতা পল্লীতে পাঁচশোর মতো ঘরে দেহ ব্যাবসা করা হয়। গত বুধবার পুলিশ প্রশাসন এবং শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন আচমকা হানাতে নাবালিকা ও মহিলা মিলিয়ে ৩৫ জনকে উদ্ধার করে পতিতা পল্লী থেকে।
পাশাপাশি ২৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ তাদের বিরুদ্ধে। অভিযোগ মহিলা এবং নাবালিকাদের হুমকি দিয়ে দেহ ব্যাবসা করতে বাধ্য করা হতো এবং বাইরের রাজ্যের মহিলাদের নকল আধার কার্ড বানিয়ে এখানকার নাগরিকত্ব দেওয়া হতো বলে অভিযোগ। নাবালিকা কাণ্ডে ধৃতদের আদালতে তোলা হলে আদালত সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠায়।