ওয়েব ডেস্ক:-আর্থিক দুর্নীতি মামলায় জ্যাকলিনকে ম্যারাথন জেরা করল ইডি। টানা ৫ ঘণ্টা ধরে জ্যাকলিনকে জেরা করলো ইডি আধিকারিকরা ।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।দিন কয়েক আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফে সমন পাঠানো হয়েছিল জ্যাকলিনকে।
সোমবার দিল্লিতে ডেকে পাঠানো হয় তাঁকে। সেই মতোই সোমবার দিল্লিতে ইডির (ED) দপ্তরে ম্যারাথন জেরা করা হল জ্যাকলিন ফার্নান্ডেজকে।সূত্রে খবর, পাঁচ ঘণ্টা ধরে ইডি আধিকারিকরা জেরা করেছেন জ্যাকলিনকে।
উল্লেখ্য, অভিনেত্রী কিন্তু সংশ্লিষ্ট আর্থিক তছরূপ মামলায় সরাসরি অভিযুক্ত নন। তিনি এই মামলার সাক্ষী। চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্যই জ্যাকলিনকে সোমবার দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি।
