তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার বছর ৩২ এর সুলেখা মান্ডি কে তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা কাঁকসা থানা পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গেছে সুলেখা মান্ডি সাথে প্রায় দু'বছর আগে পুরুলিয়ার বান্দোয়ান এলাকার এক আদিবাসী যুবকের সাথে তার বিয়ে হয়।
মৃতা সুলেখা মান্ডি কাঁকসার করনডাঙ্গা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় চাকরি করতেন এবং তার স্বামী মুর্শিদাবাদের কান্দি এলাকার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চাকরি করেন। বিয়ের পর মৃতা সুলেখা মান্ডির বাবা, মেয়ে ও জামাইয়ের থাকার জন্য কাঁকসার মনোজ পল্লী এলাকায় একটি বাড়ি তৈরি করে দেন। প্রায় দু'বছর ধরে ওই বাড়িতে বসবাস করতেন সুলেখা মান্ডি ও তার স্বামী। বেশ কিছুদিন ধরে সুলেখা মান্ডি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানায়।
আরো পড়ুন:- বৃদ্ধা কে মারধরের অভিযোগে ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ
সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানা পুলিশ। সোমবার মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর আগে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়। কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য কাঁকসা থানায় মৃতদেহ দেখেন।বিডিও সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন ময়নাতদন্ত রিপোর্ট আসার পর এই ঘটনার বিষয়ে সম্পর্কে জানা যাবে তবে পুলিশ তদন্ত করছে এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।