নিজেস্ব প্রতিনিধি:- রেল হকারদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইফতিকার আহম্মদ। শুক্রবার তিনি বর্ধমান স্টেশনে হকারদের নিয়ে মিটিং করেন।তার অভিযোগ রেল পুলিশ প্রতিদিন হকারদের উপর অমানবিক অত্যাচার করছে।মারধর করছে।তাদের হকারির জিনিসপত্র কেড়ে নিচ্ছে। তার আরো অভিযোগ হকারদের রেল পুলিশ পাথর ছুড়ে মারছে।
আরো পড়ুন :-ইফতিকার আহম্মদ বলেন, গত দেড় বছর ধরে কোভিড ও লকডাউনের ট্রেন চলাচল একপ্রকার বন্ধ আছে।হকারদের অবস্থা খুবই খারাপ। তারা অনাহারে দিন কাটাচ্ছে। এখন কয়েকটি লোকাল ট্রেন চলাচল করছে। কিন্তু সেই ট্রেনে বর্ধমান স্টেশনে হকারি করতে গেলে রেলপুলিশ বাধা দিচ্ছে। যদি এই ভাবে চলতে থাকে তাহলে তৃণমূল শ্রমিক সংগঠন জোরদার আন্দোলনে যাবে বলে তিনি হুঁশিয়ার দেন।