নীলেশ দাস,আসানসোল:- বৃহস্পতিবার আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ের কাছে যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ কোভিড বিধি মেনেই যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন কর্মসূচিতে ২০ থেকে ২৫ জনের মত দলীয় কর্মী উপস্থিত ছিলেন ৷ নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের জেলা সভাপতি সৌভিক মুখার্জি সহ যুব কংগ্রেসের অন্যান্য সদস্যরা।
এদিন যুব কংগ্রেসের জেলা সভাপতি সৌভিক মুখার্জি বলেন, পেগাসাসের মাধ্যমে দেশ জুড়ে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের ফোনে আড়ি পাতা হচ্ছে ৷ যা মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ ৷ তাছাড়া দেশজুড়ে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির ফলে পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনেই৷ সাধারণ মানুষেরা নাভিশ্বাস হয়ে উঠছে। পাশাপাশি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই বিক্ষোভ কর্মসূচি দেশজুড়ে পালিত হচ্ছে ৷ বিক্ষোভ কর্মসূচি শেষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কুশপুতুল দাহ করা হয়।