নিজস্ব প্রতিনিধি:- ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআইয়ের টিম এবার পূর্ব বর্ধমানে। নির্বাচনের ফল বের হওয়ার পর জেলার জামালপুরে রাজনৈতিক সংঘর্ষে মারা যান কাকলি ক্ষেত্রপাল। কাকলির বাড়ি জামালপুরের নবগ্রামের ষষ্ঠিতলায়।রবিবার সিবিআইয়ের চার সদস্যের টিম এলাকায় যায়।তারা মৃত কাকলি ক্ষেত্রপালের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
আরো পড়ুন:- জনপ্রিয় আফগান লোকশিল্পী কে খুন করলো তালিবান
পাশাপাশি নবগ্রামের বাসিন্দা মামনি ক্ষেত্রপালের বাড়িতেও যায় সিবিআইয়ের টিম। কাকলি ক্ষেত্রপালের মৃত্যুর পর মামনি ক্ষেত্রপাল থানায় অভিযোগ করেন।বিজেপি নেতা আশীষ ক্ষেত্রপালের মা মৃত কাকলী ক্ষেত্রপালের মাথায় টাঙ্গির কোপ মারা হয়।
জখম হয় তার বাবা অনিল ক্ষেত্রপাল। এদিন সিবিআইয়ের টিম মৃত বিজেপি কর্মীর বাড়িতে গেলেও ওই এলাকারই দুই তৃণমূল কর্মীর বাড়িতে না যাওয়ায় বির্তক তৈরি হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর ৩ মে বিজেপি কর্মী কাকলি ক্ষেত্রপালের পাশাপাশি দুই তৃণমূল সমর্থক শাজাহান শা ও বিভাষ বাগের মৃত্যু হয় রাজনৈতিক সংঘর্ষে।
