তনুশ্রী চৌধুরী,পানাগড়:-নিয়ন্ত্রণ হারিয়ে নিকাশি নালার গর্তে গাড়ি পড়ে গুরুতর আহত হল দুজন। শনিবার দুপুরে পানাগর বাজারে বর্ধমান গামী বাস স্ট্যান্ডের সামনে নিকাশি নালার গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বর্ধমান গামী ছোট গাড়ি নিকাশি নালার গর্তে চাকা ঢুকে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন দুই যাত্রী।
আরো পড়ুন:- বর্ধমান শহরের খালুইবিল মাঠ এলাকায় বাড়ির তালা ভেঙে লুট প্রায় চল্লিশ হাজার টাকা, চার ভরি সোনার গহনা
স্থানীয়রা জানিয়েছেন এই গাড়িটি পানাগর বাজারের রাস্তার ধারে নিকাশি নালায় আচমকা এসে ঢুকে পড়ে। সেই সময় রাস্তার ধারে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন কয়েকজন বাসযাত্রী। ছোট গাড়িটি আচমকা নালার ভেতরে ঢুকে উল্টে গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত তবে স্থানীয়দের তৎপরতায় ছোট গাড়ির যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
