নীলেশ দাস,আসানসোল :-জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে মশাল মিছিল করেন বিজেপির যুব মোর্চার কর্মীরা বলে জানান । সোমবার সন্ধ্যায় আসানসোলের গির্জা মোড় থেকে মশাল মিছিল করে বিজেপি কার্যালয়ে শেষ হয়।
এদিন যুব মোর্চার অরিজিৎ রায় বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই যেভাবে জেলায় জেলায় বিজেপি কর্মীদেরকে অত্যাচার করা হচ্ছে । এই অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে মশাল মিছিল করা হয়। এই পশ্চিম বর্ধমানে আসানসোল দুর্গাপুর মিলিয়ে ৯টি বিধানসভা রয়েছে যেভাবে নরকীয় অত্যাচার চলছে আজও তা বর্তমান। এখনও বেশকিছু জায়গায় আমরা প্রচুর কর্যকর্তাদের বাড়ি ফেরাতে পারিনি। আমরা এর আগেও বারে বার প্রশাসন কে অনুরোধ করেছি। তাই আজকে প্রতীকী মশাল মিছিল দ্বারা এই আগুনকে সাক্ষী রেখে যে কর্মীরা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যেই এই মশাল মিছিল বলে জানান। এই মশাল মিছিলে নেতৃত্ব দেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি,বিজেপি যুব মোর্চার অরিজিৎ রায় সহ বিজেপি নেতৃত্বরা ।