আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল পরিদর্শনে যান হীরাপুরের শালডাঙ্গা আদিবাসী গ্রাম। গ্রামে গিয়ে জানতে পারে বিভিন্ন সমস্যার কথা।রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল,সেই গ্রামে গিয়ে মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন তিনি।এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন,পরিদর্শনে গিয়ে গ্রামবাসীরা বিভিন্ন সমস্যার কথা কথা জানিয়েছেন তার কাছে । তিনি বলেন এই গ্রামটি ১০০ বছরের পুরনো হলেও পৌঁছায়নি কোনো উন্নয়নের ছোঁয়া। নেই সেইরকম রাস্তা,রাস্তা থাকলেও যদি এমন অবস্থা কোনো রোগীকে নিয়ে যেতে হলে খাটে করে নিয়ে যেতে হবে,এইরকমই অবস্থা এই রাস্তা। পানীয় জল নেই,জল আনতে যেতে হয় প্রায় দেড় কিলোমিটার হেঁটে। সপ্তাহে একদিন টেঙ্কারে জল এলে,কোনোদিন আসেই না।
সেই টেঙ্কারের জল পান করার উপযুক্ত নয়। তবে খুবই অসুবিধার মধ্যে রয়েছে তারা। স্কুল পড়ুয়াদের যেতে হয় অনেকটাই দূরে। কাওকে যদি বাজার যেতে হয় তাহলে বার্নপুর বাজার যেতে হবে। যেহেতু আমার বিধানসভা পড়ে তাই আমার দায়িত্ব এদের দেখা। আজকে এসেছি তাদের দুঃখের কথা শুনলাম, আমি একটা লিখিত চেয়েছি তাদের কাছে। তবে খুব শীঘ্রই চিঠি দেব আসানসোল পৌরনিগমে। আমি প্রশাসক অমরনাথ বাবুকে দাবি জানাবো। এখানকার মানুষকে বাঁচানো যায় এবং পানীয় জলের সমস্যার সমাধান খুব শীঘ্রই করতে হবে বলে জানান তিনি।
